শিরোনাম
জেলা প্রশাসন, ফরিদপুর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত
বিস্তারিত
পবিত্র রমযান মাস উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে, এর ই ধারাবাহিকতায় আজ বাজার মনিটরিং এ শহরের নিউমার্কেট এলাকায় ফলপট্টিসহ বিভিন্ন ধরনের দোকান পরিদর্শন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুল আহসান তালুকদার পিএএ, এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে বাজারদর সহনীয় পর্যায়ে রাখার উপর গুরুত্বারোপ করেন এবং রমজান উপলক্ষে অল্প মুনাফা করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা সিনিয়র বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা, ব্যবসায়িক সমিতির সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
রমযানে জেলা প্রশাসন, ফরিদপুরের এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

