শিরোনাম
হাজী শরীয়তুল্লাহ বাজারে পবিত্র মাহে রমজানের পূর্বে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য মোবাইল কোর্টে অভিযান
বিস্তারিত
আজ ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে হাজী শরীয়তুল্লাহ বাজারে পবিত্র মাহে রমজানের পূর্বে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ ছাড়াও সহকারী পরিচালক, ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা স্যানিটারিং ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
এ সময় হাজী শরীয়তুল্লাহ মার্কেট কমিটি এবং নিউমার্কেটের কমিটিকে সাথে নিয়ে হাজী শরীয়তুল্লাহ মার্কেট সংলগ্ন লোহার ব্রিজটি অবৈধ দখলদার মুক্ত করা হয়। এই ব্রিজটি
সর্বদা অবৈধ দখলদার মুক্ত রাখার জন্য আনসার নিয়োগের বিষয়টি বিবেচনার জন্য উপর্যুক্ত দুই কমিটিকে বলা হয়। এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য হাজী শরীয়তুল্লাহ মার্কেটের চাল ডাল মুরগি ও সবজির বাজার মনিটরিং করা হয়। পাশাপাশি ক্রয়কৃত পণ্যের রশিদ না পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

